অনলাইন ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুর রহমান এ আবেদন গ্রহণ করেন। শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করা হয়েছে।
দুদক জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালান সাইফুজ্জামান চৌধুরী। এরপর তাঁর ও স্ত্রীর বিরুদ্ধে ঋণ জালিয়াতি, অর্থপাচার ও ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা হয়।
আদালত ইতোমধ্যে তাঁদের নামে থাকা বিদেশি সম্পত্তি (যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি) ও দেশে থাকা শতাধিক ব্যাংক হিসাব, শেয়ার এবং বিপুল পরিমাণ জমি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ঋণ জালিয়াতির অভিযোগে দুদক ও সিআইডি আলাদা মামলা করেছে।
দুদক বলছে, দেশে-বিদেশে সাইফুজ্জামানের নামে–বেনামে থাকা সম্পদের অনুসন্ধান এখনো চলছে।