অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি অডিও, যেখানে তিনি চাঁদাবাজি ও দখল সংক্রান্ত অভিযোগের জবাবে বলছেন, “সারা বাংলাদেশেই বিএনপির পোলাপান করে। ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপানও হগল করে।”
অডিও অনুযায়ী, ঢাকার পুরানা পল্টনের একটি সংবাদ সংস্থার সাংবাদিক মান্নানের সঙ্গে ফোনে কথা বলার সময় জানতে চান, মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত, সরকারি সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, এবং মেঘনা টোল প্লাজা দখল সংক্রান্ত অভিযোগের সত্যতা কি। এ প্রেক্ষিতে মান্নান বলেন, “আগে নিজে গিয়ে তদন্ত করুন, তারপর লিখুন। আমরা বাপ-পুত্র ঢাকায় ছিলাম, হেই দেড় বছর আগে টোল প্লাজায় কী হয়েছিল, তা নিয়ে তর্ক করতে রাজি না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
মান্নানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, “এ ধরনের মন্তব্য নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করেছে। আমাদের সম্মানহানি হয়েছে।”
এর আগে ৪ নভেম্বর, সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজারে একটি জনসভায় মান্নানের জামাতা মাসুম বিল্লাহ নেতাকর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, “সাবধান, হুঁশিয়ার, লাস্ট ওয়ার্নিং। আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করবেন। ব্যত্যয় হলে অবস্থা খারাপ হবে।” এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
এই বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “ফোনে কথা বলতে চাই না। সামনাসামনি আসুন, কথা বলি। যে সাংবাদিকের সঙ্গে আমার আলাপ ভাইরাল হয়েছে, তিনি আমার প্রতিপক্ষের বানানো সাংবাদিক।”