নিজস্ব প্রতিবেদক
সাহিত্যেিকা পল্লী সিটি কলেজ ও বিজিবি ক্যাম্প রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠছে।রাস্তার কাজ শুরু করার পর একই অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়।এলাকাবাসী পৌরসভার মেয়রকে সরেজমিনে আসার অনুরোধ ও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।১৩/১১ রাস্তা শিরোনামে এই লেখায় অনেকে হরেক রকম মন্তব্য করেন।আজ ২২ নভেম্বর বিকালে ঠিকাদারের লোকজনের সাথে এলাকার মানুষের কয়েকদফা বাড়াবাড়ি হয়। বাড়াবাড়িতে শোনা যায় ঠিকাদার জনৈক পাটোয়ারীর জায়গার পাশে এক পক্ষের কাছে দেড় লাখ টাকা নিয়ে প্রতিপক্ষের দিকে রাস্তা টেলে দিচ্ছে। উভয় পক্ষের ঝগড়ার মাঝে টাকা লেনদেনের গোপন বিষয়টি উঠে আসে।এলাকাবাসী টাকা লেনদেনের বিষয়টি জেনে সবার মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়।এলাকার বাবুল মার্কেটের মালিক বাবুল জানান, মাপ অনুযায়ী তিনি রাস্তা জায়গা ছেড়ে দেন।বিপরীত দিকে এখনো না ভাঙ্গায় তিনি প্রতিবাদ করেন।তিনি আরো জানান এই অংশে দেড় ফুট রাস্তা ছোট হবে।তারা শেষ মুহুর্ত পর্যন্ত দেখবে।যদি না ভাঙ্গে তা হলে সাধারন জনগনকে সাথে নিয়ে এ অনিয়মের প্রতিবাদের ডাক দেবে ।এ রকম আরো কয়েকটি স্থানে অনিয়ম হচ্ছে। এ ঠিকাদারের বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল।পৌরসভার মেয়র মহোদয়কে অবগত করে ও কোন সুরাহা পায়নি।বর্তমানে ঠিকাদারের অনিয়ম ও টাকা লেনদেনের বিষয়টি জানাজানি হওয়ায় এলাকাবাসীর মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।তা ছাড়া কাজেও ফাঁকি দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।এ ব্যাপারে এলাকাবাসী পৌরসভার মেয়র মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।অন্যতায় ঠিকাদারের সাথে এলাকাবাসীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারনা করছেন।