1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপিকে হাসনাতের ইঙ্গিত: কাবিনে স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা জুলাই সনদে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান অন্তর্ভুক্ত হয়নি, বিএনপির ক্ষোভ সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা – ২০২৫-২০২৭ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি শিশুকে চড়, বাবাকে গ্রেফতার: জেনেভা ক্যাম্পের ঘটনায় তদন্ত শুরু পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের মাধ্যমে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন।

গতকাল রবিবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন আদেশের পর কাগজপত্র নিম্ন আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হন। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান।

কারাগার সূত্র জানায়, ২৫ মার্চ ২০২৫ থেকে এসআই আকবর সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে। রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে এনে নির্যাতন করা হয়। পরদিন ভোরে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। প্রথমে পুলিশ দাবি করে, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। কিন্তু পরিবারের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি পুলিশি নির্যাতনের প্রমাণ পায়।

ঘটনার পর এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। রায়হানের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করলে তদন্তভার পায় পিবিআই। দ্বিতীয় দফা ময়নাতদন্তে ফরেনসিক মেডিক্যাল বোর্ড জানায়, অতিরিক্ত আঘাতের ফলেই রায়হানের মৃত্যু হয়েছে।

পুলিশ পলাতক আকবরকে ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করে। ২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে আকবরকে প্রধান আসামি করা হয়। মামলায় আরও আসামি আছেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় ও সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।

Share this Post in Your Social Media

2 responses to “সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত”

Leave a Reply

Your email address will not be published.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface