দেশের চিত্র প্রতিবেদন
বিএনপি এবার সিলেট-১ আসনে মনোনয়ন দিয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কেন্দ্রীয় বিএনপি শেষ পর্যন্ত মুক্তাদিরেই আস্থা রাখেছে।
সিলেট-১ আসনটি ঐতিহ্যবাহী হেভিওয়েট আসন, যেখানে অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের এম এ মুহিত ও এম এ মোমেন নির্বাচিত হয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন, এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।