অনলাইন ডেস্ক
রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নুর শিগগিরই প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে অপারেশন করতে পারেন এবং প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে।