আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ হিসেবে অভিহিত করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে ওয়াক্ফ আইন নিয়ে সহিংসতার ঘটনা ঘটলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলেন, “পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
শফিকুল আলমের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের তরফ থেকে যে মন্তব্য এসেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। এটি একটি ছদ্মবেশী প্রচেষ্টা যা ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য, যেখানে বাংলাদেশের নিজ দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের দায় এখনো নিরূপিত হয়নি।” তিনি আরও বলেন, “অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে, বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে কাজ করত, তবে তা আরো ইতিবাচক হত।”
এদিকে, গত ২ এপ্রিল ভারতের পার্লামেন্টে ‘সংশোধিত ওয়াক্ফ বিল, ২০২৫’ পাস হয়, যা পরবর্তীতে ৫ এপ্রিল রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় এবং ৮ এপ্রিল কার্যকর হয়। আইন কার্যকর হওয়ার পরপরই দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুরসহ বিভিন্ন রাজ্যে মুসলিমরা এবং বিজেপি বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া সহ বিভিন্ন জেলায় সহিংসতা ঘটে এবং সেখানে পুলিশ-বিক্ষোভকারী সংঘাতে মুর্শিদাবাদে তিনজন নিহত হন এবং দুই শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।