বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট প্রচারণা বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে। জ্যাকসন হাইটস এলাকাবাসীর পক্ষ থেকে গত সোমবার বিকেলে এই সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডা. ফেরদৌস খন্দকার করোনা মহামারির সময়টায় যেভাবে মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কোনো তুলনা হয় না। এজন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি তিনি। চিকিৎসা, খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ সেই মানুষটিকে ঢাকা এয়ারপোর্টে নামার পর কোয়ারেন্টিনের নামে যেভাবে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।