বাংলার মাটিতে জন্ম নেয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইটার পাইলট সাইফুল আযম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনি ছিলেন যুক্তরাষ্ট্রে ট্রেনিং নেয়া একজন বাংলাদেশি ‘টপ গান’।
ফাইটার পাইলট হিসেবে কয়েকটি রেকর্ড এখনও উনার দখলে।
ইসরাইলের সবচেয়ে বেশি যুদ্ধবিমান (৩টি) উনি ডগফাইটের মাধ্যমে ধ্বংস করেছেন; মোট তিনটি দেশের হয়ে বিমান যুদ্ধে অংশ নিয়ে শত্রু দেশের (ভারত ও ইসরাইল) বিমান ধ্বংস করেছেন এবং তিনটি দেশ থেকেই বীরত্বসূচক খেতাব পেয়েছেন; মোট চারটি দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন (বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান এবং ইরাক)।
২০০১ সালে যুক্তরাষ্ট্র থেকে যে ২২ জন ‘লিভিং ঈগল’ এর তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের একজন উনি।
আল্লাহ রাব্বুল আলামিন এই বীর যোদ্ধাকে কবুল করুন। আমীন।