যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের উত্তরপাড়ার বিলপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুদ্ধ হয়ে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে অভিনব কায়দায় এলাকাবাসি এই প্রতিবাদ জানান।
রুদ্রপুর উত্তরপাড়া লোকজনের বিলপাড়া সড়কটি পাকা করনের দাবি দীর্ঘদিনের। গ্রামের লোকজন দু’দশক ধরে সাংসদ এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বরের কাছে রাস্তাটি পাকা করার বিষয়ে দেন দরবার করে আসছেন। তারা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখছেন না। সামান্য বৃষ্টি হলেই হাটু কাঁদা জমে যায় রাস্তায়। কাঁদা পানি মাড়িয়ে বাজার ঘাটে আসতে হয় বিলপাড়ার ২শ পরিবারের লোকজনের।
স্কুল পড়ুয়াদের অবস্থা খুবই খারাপ। কাঁচা রাস্ততার কাদার কারনে অধিকাংশ সময় স্কুলে যেতে পারে না গ্রামের বাচ্চারা। সে কারনে গ্রামের অধিকাংশ লোকজন অশিক্ষিত রয়ে গেছে। এবার দলমত বাদ দিয়ে রাস্তায় নেমেছে গ্রামের সব মানুষ। রাস্তার দাবিতে তাই সরব হয়ে উঠেছে গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে জানিয়েছেন তীব্র প্রতিবাদ।
তাদের অভিযোগ, চেয়ারম্যান তার নিজের এলাকার অলিগলি পর্যন্ত পাকা করে নিয়েছেন। অথচ এ রাস্তার দিকে তার নজর নেই। গ্রামের মেস্বরের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তাদের। বিলপাড়া সড়কটি দু’ পাঁচ গ্রামের জন্য খুবই গুরুত্বপুর্ণ। এই সড়ক দিয়েই গোগা বিলপাড়া,বাইকোলা, কায়বা, চালিতাবাড়ীয়া ও বাগআঁচড়া বাজারে চলাচল করে বেশীরভাগ লোকজন। এবছর দু’বার রাস্তা মাপ জোক হলেও পাঁকা করার কোনো উদ্যোগ নেই।
এ বিষয়ে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, বিলপাড়া সড়কটি মাপজোক হয়ে গেছে, বরাদ্দ মিললে দ্রুতই রাস্তার কাজ হবে। প্রথমে ৮০০ মিটারের মত রাস্তা পাকা করা হবে, পরবর্তীতে বাকি কাজটা সম্পন্ন হবে।
চেয়ারম্যানের কথা মানতে নারাজ গ্রামের লোকজন। তাদের বক্তব্য এমন কথা চেয়ারম্যান অনেকবার বলেছেন। ঊদ্ধর্তন কতৃর্পক্ষের আশ্বাস না পেলে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেয় গ্রামের লোকজন।
ঢাকা হেল্পলাইন/মাসুম বিল্লাহ