নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার শহরের বহু মামলার আসামী আলোচিত মনজুর আলম (৪৫) কে একটি মামলায় দুই বছরের সাজা দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মনজুর আলম প্রকাশ পেরেতা মনজুর শহরের পানবাজার রোড়ের হাজ্বী সুলতান আহমদের ছেলে।২৩ আগষ্ট এই রায় দেন সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালত।