অনলাইন ডেক্স
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজারের চকরিয়া সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর.ই) আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ (৫২) নিজ অফিসেই স্ট্রোক করে মারা গেছেন।বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টা দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ৩ সন্তানের জনক।আবাসিক প্রকৌশলী মঈন উদ্দিন ওইদিন রাত ৮টার দিকে বিদ্যুৎ অফিসের কম্পাউন্ডে ব্যাটমিন্টন খেলেন। খেলা শেষ করে শারিরীকভাবে একটু অসুস্থতা অনুভব করলে অফিসে নিজ কক্ষের চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় এক পর্যায়ে স্ট্রোক করে চেয়ারে ঢলে পড়েন তিনি।পরে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কিছুক্ষণ পর দরজা খোলে দেখেন আবাসিক প্রকৌশলী অজ্ঞান হয়ে আছেন। এরপর তাকে দ্রুত চকরিয়ার প্রাইভেট হাসপাতাল জমজমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মঈন উদ্দিন আহ দের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি দুই বছর পূর্বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চকরিয়া সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর.ই) হিসেবে যোগদান করেন।জমজম হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাঃ মোঃ ফয়েজুর রহমার তার মৃত্যু নিশ্চিত করে বলেন- হাসপাতালে আসার আগে প্রকৌশলী (আর.ই) আলহাজ্ব মাঈনুদ্দীন আহমদ হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।এদিকে আবাসিক প্রকৌশলী মাঈনুদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এমআর মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চকরিয়া উপজেলাবাসি।