নিজস্ব প্রতিবেদক
জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর পেকুয়া উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)কক্সবাজার জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি এডভোকেট সাইফুদ্দিন খালেদ কতৃক অদ্য ২৫নভেম্বর অত্র আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে – মোহাম্মদ বনি আমিনকে আহবায়ক ও মোহাম্মদ আলী আজমকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহবায়ক যথাক্রমে – গিয়াস উদ্দিন, আল আমিন, ছাবেকুন্নাহার মুন্নী, আজিমুল করিম, মোছাম্মেদ রোজিনা আক্তার, যুগ্ন সদস্য সচিব যথাক্রমে-মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, শাহিদা আক্তার, নিলুফা আক্তার, উপজেলা সদস্য যথাক্রমে- সোলাইমান, মোঃ জমির, মোঃ লিয়াকত আলী, সারাবান তাহুরা, নুরুল কাদের, মোঃ তারেক, মোঃ ছলিম, মোঃ ইসমাঈল, মোঃ দিদার, আব্দুল মজিদ। নবাগত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বলেন- স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও জনগনের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে কাজ করে যাবে। উল্লেখ্য যে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম গত ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এ ৫৭ আসনে গণ ঐক্যের ব্যানারে নির্বাচন করেছেন। যার নিবন্ধন নং-৪১। দলীয় প্রতীক – সিংহ। নবাগত কমিটির নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশের যে কোন নাগরিক বিধি মোতাবেক এনডিএমের সদস্য হতে পারবেন এবং তাহারা সকলের সহযোগীতা কামনা করেন।