ডেস্ক নিউজ
কক্সবাজার পৌরসভার উত্তর রুমালিয়ার ছরা (পশ্চিম) নিবাসী রত্নগর্ভা মা সৈয়দা বেগম (৮৫) না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রত্নগর্ভা সৈয়দা বেগমের মৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামিলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি , সংরক্ষিত মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, শহর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শুক্রবার (১জানুয়ারী) জুমার নামাজের আগে আনুমানিক ১.৩৫ মিঃ সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি কক্সবাজার জেলার দ্বীনি শিক্ষা প্রসারের অন্যতম আলোক বর্তিকা মরহুম হাকিম আবু সৈয়দ চৌধুরীর সহধর্মিণী। তিনি মৃত্যু কালে অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজন রেখে যান।তিনি জেলা আওয়ামিলীগ নেতা রফিক আহমেদ চৌধুরী, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মৌলানা ফরিদ আহমদ,উপাধ্যক্ষ জহির আহমদ, ১৫ আনসার ব্যাটালিয়ান এর অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন, এডভোকেট আমিন, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জিয়া উদ্দিনের গর্ভধারিণী মা।