অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। চাকরি-সংক্রান্ত এক আপিলে বাদি জেরোমি ডিওয়াল্ড নিজের পক্ষে আদালতে হাজির করান একজন এআই-উকিল!
ডিওয়াল্ডের দাবি, তার কথা অস্পষ্ট ও তোতলানো হওয়ায় বক্তব্য উপস্থাপনে অসুবিধা হচ্ছিল। উকিল না পেয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিজের মতো করে একটি ভিডিও এভাটার তৈরি করেন। ভিডিওতে সুদর্শন এক যুবক আদালতে তার পক্ষে কথা বলেন।
তবে বিচারকরা দ্রুতই বুঝে ফেলেন, এটি কোনো মানুষ নয়, বরং একটি এআই-চালিত অবতার। বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন, “আমি প্রতারিত হতে পছন্দ করি না”, এবং মামলার বাদিকে সতর্ক করেন।
ডিওয়াল্ড পরে ক্ষমা চেয়ে জানান, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু নিজের বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন।
এ ঘটনা নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও আদালতের নীতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগেও এআই ব্যবহারে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় জরিমানা গুনতে হয়েছিল বেশ কয়েকজন আইনজীবীকে।
সূত্র : ইউএনবি