সিলেট টেস্টের প্রথম দিনটা দাপটের সঙ্গেই নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট-বল দুই বিভাগেই ছড়ি ঘোরায় সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তোলে ৬৭ রান।
শুরুর ভালো সূচনা ম্লান হয়ে যায় দ্রুত উইকেট পতনে। শান্ত-মুমিনুল জুটি কিছুটা সামাল দিলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ব্যর্থ হন মুশফিক, মিরাজ ও তাইজুলও।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি নেন ৩ উইকেট, মাসাকাদজা, নিয়াউচি ও মাধেভেরে পান ২টি করে।
ছোট পুঁজিতে প্রতিরোধ গড়তে ব্যর্থ বাংলাদেশ। প্রথম দিন শেষে ম্যাচে এগিয়ে জিম্বাবুয়ে।