বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী সামিত শোম। জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে পাসপোর্ট হাতে পাওয়ার আগে কোনো গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন তিনি।
২৭ বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গলে। বাবা-মা নব্বইয়ের দশকে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে তিনি কানাডার শীর্ষ ফুটবল লিগের ক্লাব ‘কাভালরি এফসি’-তে খেলছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সামিতের যোগাযোগ শুরু হয় ২০২৪ সাল থেকে। প্রাথমিক দ্বিধা থাকলেও হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত সামিতকে আশ্বস্ত করেছে।
সামিত ইতোমধ্যে পাসপোর্ট প্রক্রিয়া ও জন্ম নিবন্ধনের কাজ শুরু করেছেন। এরপর কানাডার ফুটবল ফেডারেশন থেকে ছাড়পত্র নিয়ে ফিফার কাছে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি চাইবেন তিনি।
আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই সামিতকে দলে পেতে চায় বাফুফে।
বাংলাদেশের ফুটবলে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি বাড়ছে—জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরীর পর সেই তালিকায় নতুন সম্ভাবনার নাম সামিত শোম।
সূত্র : বিবিসি