1. info220@noreply0.com : anyamoorhouse1 :
  2. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লিসবনে পর্তুগাল বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের দাবি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয় পোল্যান্ডে রুশ ড্রোন হামলা ‘ইচ্ছাকৃত’, অভিযোগ জেলেনস্কির সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিদের সংঘর্ষে আহত ২০০, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি একটিমাত্র ভুলে প্রিয় চা হয়ে উঠতে পারে বিষ! সিরাতুন্নবী (সা.): মানবতার চিরন্তন আদর্শ বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেস কোড: জিন্স-গ্যাবাডিন নয়, নিষিদ্ধ শর্ট স্লিভ ও লেগিংস জার্মানির এসেনে শিক্ষককে ছুরিকাঘাত: গ্রেপ্তারের সময় ১৭ বছরের সন্দেহভাজন গুলিবিদ্ধ

ভারতে উগ্রতার বিষবাষ্প ও সহাবস্থানের সংকট

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সম্পাদক : মুহাম্মদ জাকির হোসাইন

ভারতের ইতিহাসে হিন্দু-মুসলিম সম্পর্ক এক বর্ণাঢ্য সহাবস্থানের পরিচয় বহন করে। যুগের পর যুগ ধরে এই দুই সম্প্রদায় মিলেমিশে বসবাস করেছে, ভাগ করে নিয়েছে সংস্কৃতি, উৎসব ও বন্ধুত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সহমর্মিতার বন্ধনকে ছিন্ন করার অপচেষ্টা যেভাবে চলছে, তা কেবল উদ্বেগজনকই নয়—মানবাধিকারের চরম লঙ্ঘন। খবরে দেখা যাচ্ছে, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ওপর নির্বিচার নির্যাতন, বৈষম্য এবং ভয়াবহ সহিংসতা বেড়েই চলেছে। কখনও “জয় শ্রীরাম” না বলার অজুহাতে শিশু-কিশোরদের ওপর হামলা, কখনও আবার নারীদের টার্গেট করে নির্মম আক্রমণ। এসব কর্মকাণ্ডের পিছনে যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সক্রিয়, তাদের কার্যক্রম ধর্মীয় আবরণে হলেও, আদতে তারা কোনও ধর্মের প্রতিনিধিত্ব করে না। বরং তারা সনাতন ধর্মের অন্তর্নিহিত সহিষ্ণুতা, মানবতা ও অহিংসতার শিক্ষাকেই কলঙ্কিত করছে। ভারতের অনেক হিন্দু পণ্ডিত, সমাজকর্মী ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক এই উগ্রবাদের বিরোধিতা করছেন। তারা বারবার বলছেন, এই জঙ্গিবাদী মানসিকতা ভারতের মূল চেতনার পরিপন্থী। কারণ, ভারত গড়ে উঠেছে বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির সম্মিলনে—যেখানে ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ কেবল একটি স্লোগান নয়, বরং জাতির অস্তিত্বের মূলভিত্তি। আমরা মনে করি, এই সহিংসতা শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং গোটা সমাজের জন্য হুমকি। এই ধরনের উগ্রতা মানবতাবিরোধী। তা যতই ধর্মের মোড়কে ঢেকে রাখা হোক না কেন, প্রকৃতপক্ষে তারা সকল ধর্ম ও মানবতার শত্রু। অতএব, সময় এসেছে সকল শুভবোধসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। হোক না সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা অন্য যে কোনও ধর্মাবলম্বী—উগ্রতা আমাদের সবার শত্রু। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সহিষ্ণু ও মানবিক সমাজ গড়তে চাই, তাহলে এই জঙ্গিবাদী মানসিকতার বিরুদ্ধে আজই রুখে দাঁড়াতে হবে।

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface