অনলাইন ডেস্ক:
পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখা—স্থল, নৌ ও বিমান বাহিনী—একযোগে এই অভিযান চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে।
ভারতের দাবি, তারা মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের ভেতরে ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালায়। ‘অপারেশন সিঁন্দুর’ নামের এই অভিযানে মোট ৯টি স্থাপনায় আঘাত হানা হয়। পুরো অভিযান পর্যবেক্ষণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ছাড়া কিছু এলাকায় মসজিদ ও আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুজাফফরাবাদে বিস্ফোরণের সময় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, “এই কাপুরুষোচিত হামলার জবাব দেওয়া হচ্ছে এবং পাকিস্তান সমুচিত প্রতিক্রিয়া জানাবে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানে পাকিস্তানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে হামলায় মুজাফফরাবাদের বিলাল মসজিদসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।