অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়—এই দেশ জনসাধারণের। ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতার জন্য যে স্বপ্ন ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা বাস্তবায়নে বিগত সময়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তার মতে, সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং জাতীয় স্বার্থে তা সংস্কার জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু অস্পষ্টতা ও দায়িত্বহীনতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বর্তমানে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। এখন প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা, যাতে ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র সফল না হয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিতে হবে।’