অনলাইন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি দেশের ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করে বিদেশ গমন করেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি ব্যক্তিগত সফরে দেশের বাইরে গেছেন।
তবে তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক এই রাষ্ট্রপতির সফর কিছু মহলে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে এটিকে স্বাভাবিক ভ্রমণ বললেও, কিছু রাজনৈতিক বিশ্লেষক এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।
সরকারি পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারীদের পক্ষ থেকেও সফরের উদ্দেশ্য বা মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, মো. আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।