নিজস্ব প্রতিনিধি
ঢাকা রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা যেকোনো গোষ্ঠীর মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যদি কেউ জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পুলিশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। আমি অধীনস্থ পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশনা দিয়েছি—নিজ নিজ এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া যাবে না।”
ডিআইজি রেজাউল করিম আরও বলেন, “যারা নিষিদ্ধ সংগঠন বা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঢাকা রেঞ্জের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের একটি পুরাতন ও গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে ঢাকা রেঞ্জ, যার ভৌগলিক পরিসীমা রাজধানী ঘিরে রয়েছে। এই রেঞ্জের অধীনস্থ থানা, ফাঁড়ি ও সার্কেল অফিসগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, “জনগণের যেকোনো বিপদে প্রথম সাড়া দানকারী হিসেবে থানাগুলোকে গড়ে তোলা হবে। পেশাদারিত্ব, ন্যায়নীতি ও সততার সঙ্গে আমি দায়িত্ব পালন করতে চাই। অসহায় ও ভুক্তভোগীদের অভিযোগ আমি সরাসরি শুনতে আগ্রহী।”
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি রেঞ্জ অফিসে এসে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।