অনলাইন ডেস্ক
পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার কাছ থেকে আরও সক্রিয় সহায়তা চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের দাবি, সোমবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠককালে আরাঘচি এই চিঠি হস্তান্তর করার কথা ছিল। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে আরও জোরালো পদক্ষেপ ও সহায়তা চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
তবে মস্কো এই চিঠি গ্রহণ বা এর বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন ইসরায়েলি হামলার নিন্দা জানালেও, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তিনি শুধু এতটুকু বলেন, “বহিরাগত আঞ্চলিক শক্তিগুলোকেও এই সংঘাতে টেনে আনা হচ্ছে। এমন সিদ্ধান্ত বিশ্বকে একটি বিপজ্জনক অবস্থানে নিয়ে যাবে।”
গত সপ্তাহে পুতিন শান্ত থাকার আহ্বান জানিয়ে পরমাণু কর্মসূচির বিষয়ে মধ্যস্থতার জন্য মস্কোর প্রস্তুতির কথা উল্লেখ করেছিলেন।
রয়টার্সকে দেওয়া তথ্যে ইরানি সূত্রগুলো জানায়, তেহরান এখন পর্যন্ত রাশিয়ার সহায়তা নিয়ে সন্তুষ্ট নয়। তারা চায়, পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও স্পষ্ট ও কার্যকর অবস্থান গ্রহণ করুন। তবে ইরান রাশিয়ার কাছে কী ধরনের সহায়তা প্রত্যাশা করছে, সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি।