বিবিসি প্রতিবেদন অবলম্বনে
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশ দুটি। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে এই নির্দেশনা জারি করেছে।
দোহার মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, দোহায় অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।” এই সতর্কতা “ব্যাপক নিরাপত্তা সতর্কতার অংশ” হিসেবে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে কোনো নির্দিষ্ট হুমকি বা ঘটনার কথা উল্লেখ করা হয়নি।
এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ল্যামি ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলেন, “কাতারে অবস্থানরত আমাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।” ব্রিটিশ পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আপডেটে জানানো হয়, মার্কিন সতর্কতার পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
মধ্যপ্রাচ্যে সম্প্রতি কিছু অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের প্রতি বাড়তি নিরাপত্তা সতর্কতা জারি করছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কাতারে সরাসরি কোনো নিরাপত্তা হুমকির কথা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।