নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে শিগগিরই তিনি ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানীতে রওনা হবেন।
বিএনপি সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকদের মতে, তার পূর্ণ সুস্থতার জন্য আন্তর্জাতিক মানের ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন। এই প্রেক্ষাপটেই লন্ডন সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি। দলের একাধিক সিনিয়র নেতার মতে, ‘বিএনপি চেয়ারপারসনের সুস্থতা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রায় এক মাস একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করেন। সেখান থেকেই তিনি ফলোআপ চিকিৎসা গ্রহণ করেন।
পরবর্তীতে ছেলেসহ পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে গত ৬ মে তিনি দেশে ফিরে আসেন।