নিজস্ব প্রতিবেদক
গত সোমবার (২৮ জুলাই ) রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় এক কিশোরকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়।
অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল এমরান জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আজ সোমবার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।”
মসজিদের মাইকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছে।”
তবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন, হঠাৎ করে শুরু হওয়া হামলায় তাদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। এতে পরিবারগুলো ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে এবং অনেকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ঘটনার তদন্ত ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply