অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজারে চাঁদা না পেয়ে অন্তত ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামী নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা আহাম্মেদপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করছিলেন। দোকানদাররা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাজারের অন্তত ১০টি দোকানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেন।
ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ীরা বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানালে নাটোর অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা খুলে ব্যবসা কার্যক্রম সচল করে দেয় এবং চারজনকে আটক করে।
ঘটনাকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “সেনা সদস্যরা অভিযুক্ত চারজনকে আটক করে আমাদের হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের কেন্দ্রীয় রোকনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply