অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। বরং, ৫ আগস্টের পর থেকেই তিনি এ পরিচয়ে নিজেকে তুলে ধরছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে মির্জা ফখরুলের জাতীয় সরকার নিয়ে বক্তব্য, সাদিক কায়েমের ভূমিকা এবং জুলকারনাইন সায়ের প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ।
সাদিক কায়েমের সাম্প্রতিক এক টকশোতে দেয়া বক্তব্যের প্রসঙ্গে নাহিদ বলেন, “শিবির নেতা সাদিক কায়েম বলেছেন ছাত্রশক্তি শিবিরের নির্দেশনায় গঠিত হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যাচার। ছাত্রশক্তি গঠিত হয় ‘গুরুবার আড্ডা পাঠচক্র’, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলনের একটি পদত্যাগকারী অংশ এবং জাহাঙ্গীরনগরের একটি স্টাডি সার্কেলের উদ্যোগে।”
নাহিদ আরও জানান, “আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনীতি করেছি। ফলে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি, শিবিরের সাথেও। তবে যোগাযোগ থাকা মানেই রাজনৈতিকভাবে যুক্ত থাকা নয়।”
তিনি বলেন, “অভ্যুত্থানে শিবিরের একটি ভূমিকা ছিল, তা অস্বীকার করা হয়নি। তবে সেটি ছিল সম্মিলিত উদ্যোগের অংশ, কোনো একক নেতৃত্বের ফল নয়। শিবিরের নির্দেশে কিছু হয়নি।”
অভ্যুত্থানের সময় সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার সুযোগ দেয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে পরবর্তী সময়ে সাদিক কায়েম ও তার সহযোগীরা ‘ঢাবি শিবিরই অভ্যুত্থান করেছে’—এমন প্রচারণা চালাতে শুরু করে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন নাহিদ।
স্ট্যাটাসের শেষদিকে নাহিদ ইঙ্গিত দেন, অভ্যুত্থানের পর কারা ‘ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা’ এবং ‘গোষ্ঠী স্বার্থ’ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে তিনি পরে বিস্তারিত বলবেন।
Leave a Reply