অনলাইন ডেস্ক
১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি। এতে কিছু দেশের জন্য শুল্ক কমেছে, আবার কিছু দেশের ওপর চাপানো হয়েছে নতুন কর। বিশ্ব অর্থনীতিতে এ পরিবর্তন নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যাদের ওপর শুল্ক কমেছে:
- ভিয়েতনাম: ৪৬% → ২০%
- ইন্দোনেশিয়া: ৩২% → ১৯%
- ফিলিপাইন: ২০% → ১৯%, মার্কিন পণ্যের ওপর আর কোনো শুল্ক থাকবে না
- জাপান: ২৫% → ১৫%, গাড়ি খাতে বিশেষ ছাড়
- ইইউ (ইউরোপীয় ইউনিয়ন): ৩০% → ১৫%
- যুক্তরাজ্য: ১০% ভিত্তি শুল্ক, কিছু পণ্যে ছাড় ও কোটার ব্যবস্থা
যাদের ওপর নতুন/বাড়তি শুল্ক ও কর চাপানো হয়েছে:
- দক্ষিণ কোরিয়া: ১৫% শুল্ক
- ভারত: ২৬% → ২৫% (১% কমেছে), তবে নতুন করে ‘শাস্তিমূলক’ কর ঘোষণা
- চীন: বর্তমান বিরতিতে ৩০% শুল্ক অব্যাহত, চীনের পক্ষ থেকেও ১০% পাল্টা কর
- কানাডা: ৩৫% শুল্ক, কারণ ‘মাদক পাচার’
- মেক্সিকো: ৩০% শুল্ক, সীমান্ত সুরক্ষায় অনীহার অভিযোগ
- অস্ট্রেলিয়া: ১০%, বাড়তে পারে ১৫-২০% পর্যন্ত
মোট ২২টি দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে এ সংখ্যা পৌঁছাতে পারে ১৫০-তে।
Post Views:
128
Leave a Reply