অনলাইন ডেস্ক
রাজধানীর ভাটারা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের পেছনের কারণ উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি আগস্ট মাস ঘিরে যেসব হুমকি বা গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, “গত ৮ জুলাই ভাটারা থানার একটি কনভেনশন হলে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে এক ব্যক্তি ভাড়া নেন, যিনি বিদেশে জনশক্তি পাঠানোর একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন। সেই প্রতিষ্ঠানের আড়ালে পরিকল্পিতভাবে কিছু লোক জড়ো করা হয়েছিল। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।”
ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বৈঠকে একজন সেনা কর্মকর্তার অংশগ্রহণের অভিযোগের ভিত্তিতে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, “ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও পেছনে কারা জড়িত—তা খুঁজে বের করতে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি খুব শিগগিরই এর পূর্ণ চিত্র সামনে আসবে।”
এ সময় ৮ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, “গত এক বছরে আমরা লক্ষ্য করেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কেউ কেউ নানা পরিকল্পনা করেছে। তবে বর্তমানে আগস্টকেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি নেই বলে আমরা মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
Leave a Reply