নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ী থেকে শরিয়তপুর রুটে চলাচলকারী ‘শরিয়তপুর সুপার সার্ভিস’ নামের একটি পরিবহন কোম্পানির কাছে চলতি মাসে পাঁচ কোটি টাকা এককালীন, অথবা মাসিক দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
টাকা না পেয়ে ওই পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করা হয়। গত ৮ জুলাই থেকে তিন-চার দিন যাত্রাবাড়ী থেকে এই পরিবহনের বাস চলাচল বন্ধ থাকে। বাসের চালক ও সহকারীদের মারধরের অভিযোগও ওঠে।
এ ঘটনার প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বাসমালিক ও কর্মচারীরা।
চাঁদাবাজির এই অভিযোগ উঠেছে যাত্রাবাড়ী থানা যুবদলের এক পদধারী নেতার বিরুদ্ধে। ১২ জুলাই দলটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।
দলীয় পরিচয় ব্যবহার করে কেউ বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে।
Leave a Reply