দেশের চিত্র ডেস্ক
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে। এ সময় তিনি বলেন, “আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করবে।”
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে প্রচারিত এই ভাষণে তিনি বলেন,“অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যাতে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে।”
তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচন যেন হয় সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর—যাতে বাংলাদেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশের পথে অগ্রসর হতে পারে।”
প্রধান উপদেষ্টা বলেন,“এবারের নির্বাচন যাতে আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি ও সৌহার্দ্যের দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে কাল থেকেই মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক পরিকল্পনা শুরু করা হবে।”
ড. ইউনূস জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন,“আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান আজকের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান ভিত্তি। তাই এবার আমরা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর।”
নারী ভোটারদের ব্যাপারে আলাদা গুরুত্ব দিয়ে তিনি বলেন,“নারীরা যেন নির্ভয়ে ও উৎসাহ নিয়ে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। আমরা চাই এবারের নির্বাচনে নারী ভোটারদের ঢল নামুক প্রতিটি কেন্দ্রে।”
ভোটাধিকার হরণ নিয়ে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস বলেন,“গত ১৫ বছর ধরে অনেকেই ভোট দিতে পারেননি। এবার আমরা ‘বকেয়া আনন্দ’সহ মহাআনন্দে ভোট দিতে চাই। যাঁরা জীবনে প্রথমবার ভোট দেবে, তাঁরা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পারে।”
তিনি যোগ করেন,“নতুন ভোটার, ৫-১০-১৫ বছর ধরে বঞ্চিত ভোটার এবং প্রথমবারের মতো ভোটার হওয়ার সুযোগ পাওয়া নাগরিকদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত।”
https://shorturl.fm/DFOuy