নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রকে ‘সাধুবাদ’ জানালেও একে ‘পরিপূর্ণ’ নয় বলে উল্লেখ করেছে। একইসঙ্গে দলটি নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি চেয়েছে— সংস্কার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি।
বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, “বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, আমরা তা সাধুবাদ জানাই। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এতে অন্তর্ভুক্ত না হওয়ায় ঘোষণাটি পরিপূর্ণতা পায়নি বলে মনে করি।”
আখতার হোসেন অভিযোগ করেন, ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের প্রসঙ্গ থাকলেও ১৯৪৭ সালের প্রেক্ষাপটের উল্লেখ নেই। শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
“ঘোষণাপত্রে ‘প্রায় এক হাজার’ শহীদের কথা বলা হয়েছে, অথচ জাতিসংঘের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। এক বছরে শহীদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে,” — বলেন আখতার।
তিনি আরও অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড এবং মোদিবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কোনো উল্লেখ না থাকায় ঘোষণাপত্রটি আরও দুর্বল হয়ে পড়েছে।
আখতার হোসেন বলেন, “ঘোষণাপত্রের ২৫ ও ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানে অন্তর্ভুক্ত করবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটি নতুন সংবিধানের দাবিতে আন্দোলন করে আসছি। সেই দাবি ঘোষণার মাধ্যমে পাশ কাটানো হয়েছে।”
তিনি জানান, ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংস্কার নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়নের রূপরেখা এখনো অনির্ধারিত। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের দাবি আবারও পুনর্ব্যক্ত করেন তিনি।
আখতার হোসেন বলেন, “প্রধান উপদেষ্টা ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় উল্লেখ করেছেন, তাতে আমাদের আপত্তি নেই। তবে নির্বাচনের আগে সরকারের কিছু স্পষ্ট দায়িত্ব রয়েছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনই দিতে হবে।”
সংস্কার ও গণবিচার দৃশ্যমান করার পাশাপাশি মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।
Leave a Reply