নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুম বিল্লাহ উপজেলার সোনার হাট বিওপি ক্যাম্পে সিপাহি পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মাঝামাঝি স্থানে নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামানোর চেষ্টা করেন। এ সময় নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ নিখোঁজ হন।
ঘটনার পর থেকে সিলেট ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা তল্লাশি চালিয়ে রবিবার বিকেলে স্থানীয় ডুবুরিদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিপাহি মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’