অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাহের বলেন, “জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের তারিখে আমাদের আপত্তি নেই। আমরা নির্বাচনে অংশ নেব এবং উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানাব। প্রয়োজনে এ নিয়ে আন্দোলনও হবে।”
তিনি আরও বলেন, বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয়। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রয়োজন। এটি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে বহু দেশেই চালু। এতে জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।
অতীতের তিনটি নির্বাচনকে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে তাহের বলেন, “গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন জনগণের দাবি। আস্থা ফিরিয়ে আনতে হবে। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে, সরকারকে প্রমাণ করতে হবে তারা আন্তরিক।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তবে সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন।”