নিজস্ব প্রতিবেদক
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের মা সালমা বেগম প্রশ্ন তুলেছেন— “বর্তমান সরকারের আমলে সব খুনিরা জামিন পায় কেমনে?”
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়া মামলার প্রধান আসামি বহিষ্কৃত পুলিশ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছেন তিনি।
সোমবার বিকেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমা বেগম বলেন, “রায়হান হত্যাকাণ্ডের পর সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান দেশ ছেড়ে পালিয়েছে, এসআই হাসান উদ্দিন জামিন পেয়ে পালিয়েছে, এবার প্রধান আসামি আকবরও বেরিয়ে গেল। পালিয়ে গেলে বিচার হবে কিভাবে?”
তার অভিযোগ, আসামিদের জামিন পাওয়ায় দেশে খুন–খারাবি বেড়ে গেছে, সিলেটে গত কয়েকদিনে একাধিক হত্যা সংঘটিত হয়েছে।
২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পিবিআইয়ের তদন্তে নির্যাতনের প্রমাণ মিলে এবং ২০২১ সালের মে মাসে আকবরকে প্রধান আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। তিনি প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ১০ আগস্ট জামিনে মুক্তি পান।
সালমা বেগম বলেন, “২০২০ সালের মতো সবাইকে মাঠে নামতে হবে, না হলে বিচার পাব না। রায়হানের মৃত্যুর সময় তার দুই মাসের একটি মেয়ে ছিল—বিচার না পেলে আমি তাকে কী বলব?”