অনলাইন ডেস্ক
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, হাইকমিশন, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক মিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকায় মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এতদিন বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল; তবে তাৎক্ষণিকভাবে ছবি অপসারণের নির্দেশ এসেছে।
এরই মধ্যে কয়েকটি মিশন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে এক কূটনৈতিক কর্মকর্তা বলেন, “নির্দেশনা পেয়েছি, তবে এর বেশি কিছু বলতে পারব না।” অন্য এক কর্মকর্তা জানান, ফোনে নির্দেশনা আসলেও এর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।