অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহেদ উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেক-এ প্রকাশিত এক আলোচনায় তিনি বলেন, “ড. ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। অন্তত বক্তৃতা-বিবৃতি তো চলবেই। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যাতে তিনি দায়িত্বে থাকতে না পারেন।”
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ড. ইউনূস নির্বাচন আয়োজনের পক্ষে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। জাহেদ উর রহমান বলেন, “এই দেশে যে নির্বাচনপন্থী হবে, সে কিছু মহলের শত্রুতে পরিণত হবে। তাকে নানা সমালোচনা, আক্রমণ ও বিদ্রূপের মুখে পড়তে হবে।”
সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকের পর নির্বাচন নিয়ে ড. ইউনূসের অবস্থানকে তিনি ‘ভেরি টাফ’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের প্রশাসনিক ব্যর্থতা থাকলেও ড. ইউনূস দায়িত্বে থাকলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা সহজ হবে না। দেশি-বিদেশি কোনো পক্ষ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে সেটি মোকাবিলা করার সক্ষমতা তার রয়েছে।
তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আগামী দিনে ড. ইউনূসকে সরাতে তাকে নিয়ে মারাত্মক আক্রমণ, বিদ্রূপ ও ব্যঙ্গ চলতে পারে। এমনকি রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করারও চেষ্টা হতে পারে।”