আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর এসেনে এক শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের সময় গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে এসেনের একটি ভোকেশনাল কলেজে ৪৫ বছর বয়সী এক শিক্ষককে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত শিক্ষককে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হামলার পরপরই ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং শহরজুড়ে সন্দেহভাজনকে খুঁজে বের করার অভিযান চালানো হয়।
পুলিশের তথ্যমতে, সকাল ১১টা ১৫ মিনিটের কিছু পর তদন্তকারীরা ওই কিশোরকে শনাক্ত করেন। তখন গ্রেপ্তারের চেষ্টা করলে সে ছুরি বের করে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে, এতে সে আহত হয়।
পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সূত্র : এপি