মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকার জুবেল ও তার মা রিনা বেগম, ভিসা বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চাঞ্চল্যকর প্রতারণার মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মৃত দুধু মিয়ার পুত্র জুবেল আহমদ-সহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী রিনা বেগম আদালতে দায়ের করা সি.আর মামলা নং ২৮৭/২০২৫ (সদর)-এ উল্লেখ করেন, অভিযুক্তরা একাধিকবার ভিসা বিক্রির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ,ধর্মীয় বোন বানায় প্রতারক জুবেল।
যার কারণে বিশ্বাস অর্জন করে পরে বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেয়,আমার আত্নীয় স্বজনকে প্রবাসে নেয়ার নামে।
অভিযুক্তদের পরিচয়
১জুবেল আহমদ (৩৮)পিতা:মৃত দুধু মিয়া, সাং: বাউরভাগ, ২নং মনুমুখ ইউনিয়ন,সদর মৌলভীবাজার।
২ রিনা বেগম(৫০) স্বামীঃমৃত দুধু মিয়া, একই ঠিকানা।
সাক্ষীঃ ১/বাদী
২/মিজান মিয়া ৩৫ পিতাঃফারুক মিয়া।
সাং-রামলোহ, থানা নবীগঞ্জ,জেলা হবিগঞ্জ।
৩/মনির মিয়া ৪০ পিতাঃরুস্তম আলী,সাং- মিরুখালী রোড,থানা মটবাড়িয়া,জেলা:পিরোজপুর।
৪/মুন্না মিয়া,পিতা ছালিক মিয়া,সাং-রামলোহ,থানা নবীগঞ্জ,জেলা,হবিগঞ্জ।
৫/কাদির মিয়া (৫০)পিতা:জুবেদ আলী,সাং-রামলোহ, থানা, নবীগঞ্জ,জেলা হবিগঞ্জ।
৬/আনিছ মিয়া (২৬) পিতাঃইদ্রিছ মিয়া,সাং-বাগপাড়া,থানা- বানিয়াচং,জেলা হবিগঞ্জ।
বাদীর আর্তনাদ
রিনা বেগম জানান,
“প্রথমে খুব বিশ্বাসযোগ্যভাবে কথা বলেছিল জুবেল এবং তার মা। আমাকে বলে আপা কাতারে আমার ভালো অবস্থান আছে,সেখানের ভিসা আমিও আমার মামাতো ভাইয়েরা ভালো কোম্পানি থেকে দিয়ে থাকি। তাদের কোম্পানি আছে আমার স্বামী ও অনেক নিকট আত্মীয়কে নিবে বলে আশস্হ করে।পরবর্তীতে ধাপে ধাপে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন না ভিসা দিচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে। যদিও আমার স্বামী সহ আরো তিনজনকে কাতার নিয়েছে।সেখানে ওরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতেছে। অন্যান্য আত্মীয় স্বজনের পাওনা পয়সার জন্য আমি একেবারে নিঃস্ব হয়ে বাড়ী ঘর ছাড়া সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। কোনো উপায় না পেয়ে এখন আমি, আদালতের দ্বারস্থ হয়েছি ন্যায়বিচারের আশায়।”
অভিযোগে আরও বলা হয়, প্রথম দফায় ৩ লাখ ৫০ হাজার টাকা, পরবর্তীতে আরও কয়েক দফায় অর্থ নিয়ে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা। ভিসার ম্যান পাওয়ার দেখাতে বললে তারা নানা অজুহাত দিতে শুরু করে, এবং পরবর্তীতে হুমকি ধামকি দিতে থাকে।
আইনি অগ্রগতি
বাদীর আইনজীবী বলেন, “মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়েছেন। প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী তদন্ত শুরু হবে। অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।”
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও ভিসা লেনদেন সংক্রান্ত প্রতারণার অভিযোগ উঠেছিলো। এই নতুন মামলা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সচেতন মহলের মন্তব্য
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন,“মানুষের কষ্টার্জিত অর্থ এভাবে হাতিয়ে নেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা, যাতে ভবিষ্যতে কেউ এভাবে সাধারণ মানুষকে প্রতারণা করতে সাহস না পায়।”
ঘটনার সারসংক্ষেপ
বিষয় বিবরণ
মামলা নং সি.আর ৩৭৫/২০২৫ (সদর)
বাদীঃরিনা বেগম,
অভিযুক্ত জুবেল আহমদ
ভিসা বিক্রির নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ-
প্রতারিত অর্থের পরিমাণ ১৬,৫০,০০০ টাকা
স্হায়ী ঠিকানা:সাং- বাউরভাগ, ২নং-মনুমুখ ইউনিয়ন, মৌলভীবাজার সদর,
বর্তমান মামার রুজু- আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন!
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—বিশ্বাসের আড়ালে প্রতারণার জাল কতটা ভয়ংকর হতে পারে। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে সাধারণ মানুষকে এমন অর্থনৈতিক প্রতারণা থেকে রক্ষা করতে।