অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের একটি ভবনে অবস্থিত।
হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের মানুষ ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত হয় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায়, যেখানে অনুষ্ঠান চলছিল। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে কমিউনিটি সেন্টারটি, আর ছয়তলায় একটি গার্মেন্টস কারখানা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক দল রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।