অনলাইন ডেস্ক
রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে আয়নাল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল ইসলাম উপজেলার ধলারপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় মির্জাপুর গ্রামের আবদুস সাত্তারের গরুর খামারে রাতে গরু চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বাধা দিলে আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগম (৬০) ছুরিকাঘাতে আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে চোররা পালিয়ে যায়। পরে মনজুয়ারা বেগম আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তিনি চোরের পরিচয় জানান বলে দাবি করেছেন এলাকাবাসী।
এরপর রাত সাড়ে ১২টার দিকে বড় মির্জাপুর গ্রামের কিছু লোক ধলারপাড় গ্রামের আয়নালকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মা বুল্লি বেওয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক মানুষ এসে আমার ছেলেকে ধরে নিয়ে গেল। কোনো প্রমাণ ছাড়া পিটিয়ে মেরে ফেলল। আমি ছেলের হত্যার বিচার চাই।”
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, নিহত ব্যক্তিই গরু চুরির সময় গৃহবধূকে ছুরিকাঘাত করেছিল। তবে এখনো কোনো মামলা হয়নি।”
এর আগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একইভাবে চোর ও ধর্ষণচেষ্টা সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশে গণপিটুনির প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।