অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানের সময় এক শিশুকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।
ভিডিওতে দেখা যায়, পুলিশের সদস্যরা এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। এ সময় তার সাত-আট বছরের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বাবাকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর উপস্থিত কেউ শিশুটির গালে চড় মারলে সে আরও জোরে কান্না শুরু করে। পরে শিশুটিকে জোর করে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “একটি শিশুর সঙ্গে এমন ব্যবহার কখনোই মানবিক হতে পারে না।” অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “যে চড় মেরেছে, সে হয়তো কোনোদিন বাবা হয়নি।”
তবে কিছু নেটিজেন দাবি করছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি আওয়ামী লীগ কর্মী এবং শিশুটিকে চড়টি মেরেছিলেন পুলিশের সদস্য।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন,“ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
ঘটনার পটভূমিতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। নিহত জাহিদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে রুস্তম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারের সময়ই তার ছোট মেয়ের সঙ্গে ঘটনাটি ঘটে।
শুক্রবার রুস্তমসহ চারজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।