অনলাইন ডেস্ক
রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান। জুলাই জাতীয় সনদে এই বিধান বিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় বিএনপি ক্ষোভ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রিন্টেড কপি হাতে পাওয়ার পর দেখা গেছে, কিছু দফা আমাদের অগোচরে সংশোধন করা হয়েছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সংক্রান্ত অনুচ্ছেদটি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।”
তিনি আরও বলেন, সংবিধানের কিছু ধারা বিলুপ্ত করার বিষয়ে রাজনৈতিক দলের প্রায় সবকটি দলের সম্মতি থাকলেও, চূড়ান্ত সনদে তা অগোচরে সংশোধন করা হয়েছে।
অন্যদিকে, এনসিপির নেতা আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে দাবি করেছেন, “শেখ মুজিবের ছবি রাখার বিধান বাদ দিলে এনসিপি স্বাক্ষর করবে না। এটি বাদ দেওয়ার কাজ চলছে।” তিনি বলেন, দলটি আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংক্রান্ত বিষয়ে সমন্বয় না করার কারণে স্বাক্ষর করেননি।