আন্তর্জাতিক ডেস্ক
নাজি জার্মানির একনায়ক আডলফ হিটলার সারা জীবন যে এক জেনেটিক যৌন বিকলতা (genetic sexual disorder) গোপন রেখেছিলেন, তা অবশেষে প্রকাশ পেয়েছে এক চমকপ্রদ ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে।
গবেষকদের দাবি, হিটলারের ডিএনএ নমুনা উদ্ধার করা হয়েছিল ১৯৪৫ সালে বার্লিনের ফ্যুরারবাঙ্কারে (Führerbunker) তাঁর আত্মহত্যার পর রক্তমাখা সোফা থেকে। ধারণা করা হয়, মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কলোনেল রোজওয়েল পি. রোজেনগ্রেন, যিনি জেনারেল আইজেনহাওয়ারের প্রেস অফিসার ছিলেন, সেই কাপড়টি সংরক্ষণ করেন।
প্রায় ৮০ বছর পর ওই কাপড়ে পাওয়া হিটলারের জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি ‘কালম্যান সিনড্রোম’ (Kallmann Syndrome) নামের এক বিরল জেনেটিক রোগে ভুগছিলেন।
এই রোগের কারণে স্বাভাবিকভাবে বয়ঃসন্ধির বিকাশ বাধাগ্রস্ত হয় এবং যৌন অঙ্গের পূর্ণতা অর্জন ব্যাহত হয়। গবেষকদের মতে, এটি হিটলারের টেস্টোস্টেরন মাত্রা ও মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।
গবেষণা অনুযায়ী, এই সিনড্রোমে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রায় ১০ শতাংশের মাইক্রোপেনিস (অস্বাভাবিকভাবে ছোট যৌনাঙ্গ) থাকার সম্ভাবনা থাকে। ইতিহাসে এমন গুঞ্জন ছিল যে, প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলারকে তাঁর সহযোদ্ধারা শারীরিক ত্রুটির কারণে বিদ্রূপ করত—এ বিশ্লেষণ সেই জল্পনাকে আরও শক্তিশালী করেছে।
এছাড়া ২০১৫ সালে প্রকাশিত ১৯২৩ সালের এক চিকিৎসা প্রতিবেদনে দেখা যায়, হিটলারের একটি অন্ডকোষ অবতীর্ণ হয়নি (undescended testicle)—যা একই ধরনের জেনেটিক সমস্যার ইঙ্গিত দেয়।
সূত্র: দি টাইমস