অনলাইন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে সম্পন্ন করা হবে। এতে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো বাধা আসবে না।”
প্রধান উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ অনুমোদন করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অন্যতম গুরুদায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমি ইতোমধ্যেই ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।”