অনলাইন ডেস্ক
ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ এক ফ্যাসিবাদী চক্র। গত কয়েকদিন ধরে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পেট্রল বোমাও নিক্ষেপ করেছে।
ডিবি পুলিশ জানায়, এই চক্রটি গোপনে বিভিন্ন অ্যাপ বিশেষ করে টেলিগ্রাম ব্যবহার করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানের নির্দেশনা দেওয়া হয়, এবং কয়েক মিনিটের মধ্যেই তারা সেখানে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে ভিডিও ছড়িয়ে দেয়।
এ কারণে বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিতে বড় ধরনের হুমকি না থাকলেও রাজধানীর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশের দাবি থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও যাত্রীবাহী পরিবহনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ডিএমপির তথ্যমতে, গত ১১ দিনে রাজধানীর ১৫টি স্থানে মোট ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত ১১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গার্লস শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার বাসভবন, সুপ্রিম কোর্ট, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ডিবির একাধিক অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ দলের সাংগঠনিক ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন অর্থদাতা ও লোক সরবরাহকারীর ভূমিকায় ছিলেন বলেও দাবি করেছে ডিবি।
ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, অ্যাপভিত্তিক সংগঠনের বিষয়টি গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। বিভিন্ন অ্যাপস মনিটরিং করা হচ্ছে এবং এসব কর্মকাণ্ড প্রতিহত করতে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সাম্প্রতিক বেশিরভাগ বিস্ফোরণ ঘটেছে রাতে। ফলে রাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রমনা ও শাহবাগ থানার কর্মকর্তারা জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে থানার সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এদিকে ঢাকা ও আশপাশের জেলায় অতিরিক্ত ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।