রয়টার্সের প্রতিবেদন
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে পুরো বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবু রাজধানীতে চলমান সহিংসতার মধ্যেই এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালের মাঝামাঝি ছাত্র আন্দোলনে সহিংস দমন-পীড়নের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির বিচারকাজ পরিচালনা করছে।
রায় ঘোষণার আগ মুহূর্তে ঢাকাজুড়ে নাশকতার ঘটনা বেড়ে গেছে। ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে একদিনেই ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা হামলার টার্গেট হয়েছে।
এসব সহিংসতা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, জনসমাবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং ৪০০-এর বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ঢাকায় মোতায়েন করা হয়েছে।
রায় ঘোষণার তারিখ যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে দেশজুড়ে। প্রশাসন বলছে, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।