আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র বা ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মাননায় আয়োজিত নৈশভোজে তিনি এ ঘোষণা দেন। খবর—আলজাজিরা।
ট্রাম্প জানান, সৌদির অনুরোধে সিদ্ধান্তটি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল। এই মর্যাদা যুক্তরাষ্ট্রের মাত্র ১৯টি দেশ পেয়েছে, যা দুই দেশের সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।
গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিতব্য একটি আন্তর্জাতিক পরিষদ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ওই পরিষদের নেতৃত্বে থাকবেন তিনি নিজে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এর আগে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান সৌদি যুবরাজ। দুই পক্ষের আলোচনায় সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে।