অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, সকালবেলার ভূমিকম্পটি “মাইনর” ধরনের ছিল এবং সেটি সাভারের বাইপাইল এলাকা থেকে উৎপন্ন।
এর ঠিক আগের দিন, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হন—ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া কয়েক শতাধিক মানুষ বিভিন্ন জেলায় আহত হন।
টানা কয়েকটি ভূমিকম্পে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর উৎসস্থলে বারবার কম্পন হলেও এগুলো সাধারণত বড় ধরণের ক্ষয়ক্ষতি ঘটায় না; তবে সতর্ক থাকা জরুরি।